গোল-কাঠের-সেফটি-কেবি-হিসাব-বের-করার-নিয়ম
গোল কাঠের সেফটি/কেবি হিসাব বের করার সহজ নিয়মটি শিখতে চাইলো পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে। গাছ কাটার পরে এগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য সোয়াবিন বা মিলে নিয়ে গাছগুলিকে ফারান বা চিরান লাগে। এই চিরানের পূর্বে মিলের লোকেরা আগে আমাদের গাছগুলিকে ফিতা দিয়ে মাপ দিয়ে থাকে এরপরে কেবি বের করে সেই অনুযায়ী পয়সা নিয়ে থাকে, আপনার যদি গোল কাঠ মাপার নিয়মটি জানা থাকে তাহলে আপনাকে ঠকাতে পারবেনা।

আজকের আমাদের আর্টিকেলের বা ব্লগের বিষয়বস্তু হলো গোল কাঠের কেবি বা সেফটি কিভাবে বের করবেন, অর্থাৎ নিজের গাছগুলোকে কিভাবে নিজেই কালি করবেন যাতে সয়াবিন বা মিলের লোকজনে আপনাকে ঠকাতে না পারে। একটি মাত্র সূত্র জানা থাকলেই আপনি খুব সহজেই গোল কাঠের হিসাব বের করতে পারবেন তাহলে জেনে নেওয়া যাক সেই সূত্র টি।

গোল কাঠের হিসাব করার সূত্র

গোল কাঠের সেফটি (CFT) বা কেবি (KB) হিসাব করার সূত্রটি হলোঃ দৈর্ঘ্য *বেড়*বেড়/২৩০৪
নোটঃ দৈর্ঘ্য নিতে হবে ফিটে এবং বেড় নিতে হবে ইন্চিতে।


গোল কাঠের সেফটি (CFT) বা কেবি (KB) হিসাব করার নিয়ম

মনে করুন, আমাদের একটি গাছের দৈর্ঘ্য ১৬৮ ইন্চি এবং গাছটির একপ্রান্তে বেড় ৩২ ইন্চি এবং অপর প্রান্তের বের ৩৬ ইন্চি। 

নোটঃ গোল কাঠের কালি বা হিসাব করার সঠিক নিয়ম হলো গাছের ২ প্রান্তের বেড় মাপ নেওয়া কিন্তু মিলের বা সয়াবিনের লোকজন সময় বাচানোর জন্য গাছের মাঝ পয়েন্টে রেখে একটি বেড়ের মাপ নেয়। একটি মাপ নিলেও তেমন হিসেবে সামান্য পার্থক্য দেখা যায়।

গোল কাঠ মাপার সূত্রটি মনে আছে তো?
 দৈর্ঘ্য *বেড়*বেড়/২৩০৪
আমাদের গাছের দৈর্ঘ্য ১৬৮ ইন্চি এবং বেড় ছিলো ৩২+৩৬ ইন্চি এই দুইটিকে যোগ করে ২ দ্বারা ভাগ করে গড় করতে হবে
৩২+৩৬/২=৩৪ ইন্চি
আমাদের গাছের বেড় পেলাম ৩৪ ইন্চি এবং দৈর্ঘ্য ১৬৮ ইন্চি। আমরা জানি সূত্র থেকে দৈর্ঘ্য হতে হবে ফিট এ এবং বেড় হবে ইন্চিতে। তাহলে আমরা জানি ১২ ইন্চিতে ১ ফুট সুতরাং ১৬৮/১২=১৪ ফুট
তাহলে সুত্রমতে, দৈর্ঘ্য *বেড়*বেড়/ ২৩০৪
১৪*৩৪*৩৪/২৩০৪ = ৭ কেবি বা সেফটি।
Read More: চিকন সাস্থ মোটা করার উপায়

গোল কাঠের বা গোল গাছের হিসাব বের করা সূত্রটি আমি যেভাবে মনে রাখি

দৈর্ঘ্য feet এ গুন বেড় গুন বেড় ইন্চিতে ভাগ ২৩০৪ = কেবি বা সেফটি। এইভাবে আমার মতো আপনি যদি মুখাস্থ করেন তাহলে আশাকরি আর ভুলবেননা। 

বর্তমান সময়ে আপনাকে আপডেট বা লেটেস্ট হতে হবে না হলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, আপনাকে সবজায়গায় শুধু ঠকেই যেতে হবে তাই হাতের স্মাট ফোনটি লেটেস্ট মডেলের হলেই শুধু হবেনা আপনার ব্রেইনটাকে ও লেটেস্ট করতে হবে। আপনি কোনকিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশআল্লাহ।

আপনাদের বোঝার সুবিধার্থে একটি শর্ট ভিডিও তৈরী করে দিবো খুব শীঘ্রই ....

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে follow বাটনে ক্লিক করুন